ডিমলা যুব উন্নয়ন ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে নির্ভীক সম্মাননা স্মারক প্রদান

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১

মোঃ মেজবাউল হোসেন, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় সামাজিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন ডিমলা যুব উন্নয়ন ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করোনা কালীন সময়ে বিশেষ অবদান রাখা দপ্তর গুলোকে সম্মাননা স্মারক প্রদান ও যুব উন্নয়ন অধিদপ্তর, ডিমলা এর আয়োজনে সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবী যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।অদ্য ০১ মার্চ সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠান দুটি অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডিমলা থানা পুলিশ কে নির্ভীক সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, নীলফামারী এর উপপরিচালক মোঃ দিলগীর আলম। বিশেষ আলোচক হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মোঃ শামসুল ইসলাম, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাবলিক স্কুলের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার, মানবাধিকার কর্মী সোহেল হোসেন, পল্লীশ্রী ম্যানেজার পূরাণ চন্দ্র বর্মন সহ উপদেষ্টা মন্ডলীর সদস্য গণ।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যগণ সহ ডিমলা উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।এসময় সংগঠন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি মোঃ সেকেন্দার আলী বাদশা।




error: Content is protected !!