বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১

মাসুদ আলম চয়ন মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
ছাত্র নেতাদের নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজ ৩ মার্চ (বুধবার) দুপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ আজ এক বিক্ষোভ মিছিল করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে।মিছিল পরবর্তী সংগঠনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ছাত্র নেতা পিনাক দেব’র সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ছাত্র নেতা সুমন কান্তি দাশ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি তপন দেব নাথ,মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমদ, কুলাউড়া উপজেলা সংসদের সভাপতি এমদাদুল ইসলাম সামিন, ছাত্র ইউনিয়ন শহর শাখার সভাপতি তোফায়েল আহমদ ফাহিম, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আহ্বায়ক সজীব চন্দ শিমুল এবং শ্রীমঙ্গল উপজেলা সংসদের কোষাধ্যক্ষ স্বাধীন দেব। সমাবেশে বক্তারা ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইন বাতিল ও মোস্তাক হত্যার প্রতিবাদী সমাবেশ থেকে আটককৃত সকল ছাত্র নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যতায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে জানিয়েছেন।




error: Content is protected !!