মিথ্যা মামলা দিয়ে হয়রানির দাবিতে সেনবাগে ইউপি চেয়ারম্যানের সাংবাদিক সম্মেলন
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি,হামলা সহ বিভিন্ন অভিযোগ এনে বিচার দাবি করে সাংবাদিক সম্মেলন করেছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউপির চেয়ারম্যান বেলাল হোসেন ভূঁইয়া।সোমবার দুপুরে সেনবাগ প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে জনাব বেলাল ভূঁইয়া বলেন আমি সারাদেশের পরিচিত একজন মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন ভূইয়ার ভাই, বিগত ইউপি নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই।এর পর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ও তার স্ত্রী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম সুলতানা আমার বিরুদ্ধে নানা অপপ্রচার, হামলা ও আমাকে ও আমার ছেলে সহ আসামী করে একাধিক মামলা দায়ের করে।পরবর্তীতে তদন্তে মামলা গুলো মিথ্যা প্রমাণিত হয়।কিন্তু এতে আমি হয়রানি ও মানহানীর স্বীকার হই। এ ছাড়াও সাবেক চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ও তার ছেলে বিভিন্ন সময় আমার ছেলে সহ আমার লোক জনের উপর হামলা করে আহত করে,এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করলে পুলিশ গিয়ে তার ছেলেকে থানায় নিয়ে আসে,এতে ক্ষিপ্ত হয়ে তারা বিভিন্ন সময় হুমকি ধমকি প্রদান করে।
জনাব বেলাল ভূঁইয়া আরও বলেন যেহেতু পুলিশ ও পিবিআইয়ের তদন্তে মামলাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে তাই মিথ্যা মামলার দায়ে তাদের শাস্তি দাবী করছি।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেশারপাড় ইউপির সদস্য নিজাম উদ্দিন, মিজান মজুমদার, জামাল উদ্দিন, সামছুল হক, মোঃ হানিফ, জাকির হোসেন, ফরিদা আক্তার, হাছিনা আক্তার প্রমুখ।