মনপুরার রিকসাচালক মামুনের পরিবারের পাশে দাঁড়ালো ট্রাস্টের চেয়ারম্যান নকিব তালুকদার
লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে মহসিন তালুকদার মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নকিব তালুকদার রিক্সাচালক মামুনের পরিবারকে আর্থিক অনুদান দিয়ে পাশে দাঁড়ালো। গত বছরের ২২ আগষ্ট মনপুরার হাজীর হাট বাজারে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘আলফি এন্টারপ্রাইজ’ এর নির্মানাধীন ড্রেনের ঢাকনা না থাকায় ড্রেনে পড়ে গিয়ে গলার রগ ছিড়ে গিয়ে গুরুতর আহত হন রিক্সাচালক মামুন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকার ইবনে সিনা হসপিটালে ২২ সেপ্টেম্বর পৃথিবী হতে বিদায় নেয় মামুন। মামুন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা। মা, স্ত্রী ও দুই শিশু কণ্যা সন্তান নিয়ে রিকশা চালিয়ে কোনমতে জীবিকা নির্বাহ করতো। তাদের মাথা গোঁজার ঠাঁই শুধু ঘর ছাড়া কিছুই নেই। মামুনের বয়স যখন পাঁচ মাস তখন পৃথিবী ছেড়ে চলে গেছে বাবা। মা মাফিয়া বেগম মানুষের ঘরে কাজ করে বড় করে করেছেন ছেলে মামুনকে। বড় হয়ে রিকশা চালিয়ে অভাবের সংসারের হাল ধরে ছিলেন মামুন। মামুন চিকিৎসাধীন থাকার সময় তাঁর পরিবারের খোঁজ খবর নিয়েছিলো মহসিন তালুকদার মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নকিব তালুকদার ও তার বন্ধুরা । মামুনের মৃত্যুর পর মহসিন তালুকদার মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নকিব তালুকদার উদ্যোগে আরও কয়েকজনের সহযোগীতায় অসহায় এ পরিবারটির জন্য ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকার সময় লালমোহন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান রিক্সাচালক মামুনের পরিবারের হাতে এ অনুদানের অর্থ হস্তান্তর করেন । এসময় উপস্থিত ছিলেন মহসিন তালুকদার মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নকিব তালুকদার, সাংবাদিক মাহামুদুল হাসান লিটন, জহিরুল হক সেলিম,জাহিদুল ইসলাম দুলাল প্রমুখ।