সাংবাদিক শফিকুল ইসলামের করোনা মৃত ব্যক্তির দাফনেঃ ৫০ হাজার ২০০ টাকার সুরক্ষা সামগ্রী হস্তান্তর
মোঃ ইউসুফ শেখ, খুলনা প্রতিনিধিঃ
প্রাণঘাতি করোনা ভাইরাসে গোটাবিশ্ব আজ থমকে গেছে। বাড়ছে মৃত্যুর মিছিল প্রতিদিন সারাবিশ্ব থেকে হারিয়ে যাচ্ছে চিরচেনা মুখগুলো । বাংলাদেশেও দিন দিন বাড়ছে সংক্রামন সেই সাথে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২২ জন মোট মৃত্যু ৬৭২ জন। দুঃখ জনক হলেও সত্য ইচ্ছা থাকা সত্তেও মৃতব্যক্তির শেষ কাজে থাকতে পারছেনা এমন কি দেখতেও পারছেনা মা-বাবা, ভাই- বোন ও আত্বীয় স্বজন। মৃত ব্যক্তির শেষ কাজ যথাযত নিয়মে পালন করার নিমিত্বে সাংবাদিক শফিকুল ইসলামের এই প্রচেষ্টা।
খুলনা ফুলতলা উপজেলার ৪ ইউনিয়েনের জন্য সম্ভাব্য করোনা আক্রান্ত বা উপস্বর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন বা সতকারে নিয়োজিত ব্যক্তির সুরক্ষা নিশ্চত করতে ৪০০ সার্জিক্যাল মাস্ক, ৪০০ হ্যান্ড গ্লাভস এবং প্রতি ইউনিয়নের জন্য ৭টি করে মোট ২৮টি পিপিইসহ সর্বমোট ৫০ হাজার ২০০ টাকার সুরক্ষা সামগ্রী উপজেলা প্রশাসনের কাছে তুলে দেন। উক্ত অনুষ্ঠানের আয়োজনে ছিল ফুলতলা প্রেসক্লাব।
এসয়ে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার পারভিন সুলতানা, উপজেলার ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, দামোদর ইউনিয়নের চেয়ারম্যান শরিফ মুহাম্মদ শিপলু ভূইয়া, জামিরা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ফুলতলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা। সাংবাদিক শফিকুল ইসলামের এমন মহৎ উদ্যেগ কে অভীনন্দন জানিয়েছেন, দৈনিক অপরাধের সম্পাদক ও প্রকাশক সৈয়দ এম এ আর মাসুক এবং দৈনিক অপরাধের বার্তা বিভাগ।