নড়াইলের নতুন করে চার জনের করোনা ভাইরাস সনাক্ত

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুন ১, ২০২০

মোঃ বাবলু মল্লিক : নড়াইলে করোনা রোগে নতুন করে ৪ জন সনাক্ত করা হয়েছে। গত ৩১ মে সোমবার এক সংবাদ সুত্রে জানা যায় খুলনা মেডিকেল কলেজের ল্যাবে যে সকল নমুনা পরিক্ষা করার জন্যে পাঠানো হয়েছিলো তার মধ্যে নড়াইলের নতুন করে চার জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে । খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে মোট ২৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। যার মধ্যে নড়াইলেরই রয়েছে ৪ জন। ৩১ মে রবিবার এ সকল নমুনা পরিক্ষার পর আজ রাত দশটার সময় এ তথ্য নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ। নড়াইল থেকে দৈনিক আমার সময় প্রতিনিধি ডা.মেহেদী নেওয়াজের কাছে এর সত্যতা জানতে চাইলে তিনি বলেন ৩১ মে রবিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়ছে। যাদের মধ্যে খুলনা জেলার নমুনা পরিক্ষায় দেওয়া ছিলো ৩৪টি। তাদের মধ্যে মোট ২৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়েছে। তিনি আরও জানান খুলনা মহানগরেরই বাসিন্দা রয়েছে ৫ জন। তর মধ্যে একই পরিবারে সদস্য করোনায় আক্রান্ত হয়েছে তিন জন। এরা খুলনা মহানগর শেখ পাড়ার বাসিন্দা স্বামী, স্ত্রী, ও তাদের সন্তান। অন্যন্যদের মধ্যে রয়েছে জোড়া গেট এলাকার ১জন,নবন চোরা এলাকায় রয়েছে ১জন,আর ১জন হলো খুলনা দাকোপ উপজেলার চুনকুড়ি এলাকার এক নারী। এছাড়া খুলনা মেডিকেল কলেজের ল্যাবে রয়েছে দুই জন বাগেরহাট জেলার ফকিরহাটের। ঝিনাইদহ জেলার রয়েছে ৫ জন, যশোর জেলার রয়েছে ২ জন, নড়াইল জেলার রয়েছে ৪ জন, ও মাগুরা জেলার রয়েছে ৫ জন। এরা সবাই করোনা ভাইরাসে আক্রান্ত। এব্যাপারে নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত আবাসিক অফিসার আর এমও আ,ফ,ম,মশিউর রহমান( বাবু) জানিয়েছে জন সচেতনতা মুলক কার্যক্রম আরও বাড়াতে হবে। তানা হলে এর থেকে বড়ো ধরনের ক্ষতির আশংকা রয়েছে। তাই আমাদের উচিৎ সাস্থ বিধি মেনে চলা,ও পরিস্কার পরিচ্ছন্ন থাকা,সন্দেহ হলে ডাক্তারের পরামর্শ নেওয়া




error: Content is protected !!