ভোক্তা অধিকারের অভিযানে হিলিও পার্শবতী বাজার গুলোতে ৪ব্যবসা প্রতিষ্টানকে ৩৩০০০টাকা জরিমানাঃ
আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনীধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিও পার্শ্ববতী ডাঙ্গাপাড়া বাজারে ভোক্তা অধিকার দিনাজপুর ওর্যাব ১৩যৌর্থ অভিযানে উক্ত জরিমানা করেন।
আজ বুধবার ০৭/০৪/২১ইং তারিখে বেলা ১১টায় ভোক্তা অধিকার দিনাজপুর সহকারী পরিচালক মমতাজ বেগম ও র্যাব ১৩সদস্যদের সহযোগিতায় ডাঙ্গা পাড়া বাজারে স্যাম্পল ঔষধ বিক্রির দায়ে সরকার ফার্মেসীকে ৫হাজার টাকা নিম্ন মানের খাবার তৈরীর জন্য মুমু ব্যাকারীকে ২০ হাজার টাকা ও দোকানে দব্রের মুল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে আর ও দুই দোকান কে ৮হাজার টাকা জরিমানা করেন।
এ অভিযান অব্যাহত চলবে বলে জানান ভোক্তা অধিকার দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
এসময় তিনি বলেন দেশের এপরিস্থিতে আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলুন বিনা প্রয়োজনে
বাড়ির বাহিরে বের হবেন না
নো মাক্স নো সার্ভিস এ স্লোগান কার্যকর করুন