রাসেল কবির মুরাদ ,পটুয়াখালী প্রতিনিধি ঃ কুয়াকাটায় কোভিট-১৯
দ্বিতীয় ধাপের মহামারি করোনা মোকাবেলায় জনসাধারনের মাঝে সচেতনতা সৃষ্টির
লক্ষ্যে যুবলীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার শেষ বিকেলে এ
মাস্ক বিতরণ করা হয়। কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক মো: ইসাহাক শেখের
নেতৃত্বে যুবলীগ কর্মীরা কুয়াকাটা চৌ-রাস্তাসহ মহাসড়কে চলাচলরত মটোরবাইক.
অটো রিক্সা. অটোভ্যান চালক ও পথচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের
মাঝে এ মাস্ক বিতরণ করে। এসময় করোনা মহামারির প্রাদুর্ভাব থেকে বাচঁতে
সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।
কুয়াকাটা পৌর যুবলীগ সভাপতি ইসাহাক শেখ বলেন. দেশে মহামারি করোনা
ভাইরাসের প্রাদুর্ভাব ভয়ঙ্কর রুপে দেখা দিয়েছে। করোনার এমন ভয়াবহ
দূর্যোগ থেকে রক্ষায় সকলকে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে
নিত্যপ্রয়োজনীয় কাজ কর্ম করতে হবে। মানুষ এখনও রাস্তায় মাস্ক ছাড়া
ঘোরাফেরা করে। সামাজিক দূরত্ব না মেনে আড্ডা দিচ্ছে, এসব অসচেতন মানুষকে
সচেতন করতে যুবলীগের এ মাস্ক বিতরণ কার্যক্রম। এ কার্যক্রম অব্যাহত থাকবে
বলে তিনি সাংবাদিকদের জানান।