করোনা পরিস্হিতি নিয়ন্ত্রণে মোড়েলগন্জ্ঞে লকডাউন

প্রকাশিত: ৪:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের মহামারী সংক্রমন প্রতিরোধে পালিত হচ্ছে সর্বাত্মক লকডাউন। সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ তৎপর রয়েছে।

জরুরী প্রয়োজন ছাড়া কেউ যেন বাহিরে চলাফেরা না করে এজন্য প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। জরুরী সেবা কার্যক্রম ছাড়া সবকিছু বন্ধ রাখা হয়েছে। ওষুধ ও কাঁচা বাজার ব্যতিত বাজারের সকল দোকান বন্ধ রয়েছে। পৌর প্রশাসন ও লকডাউন বাস্তবায়নে কাজ করছে।

১৪ এপ্রিল বুধবার সকাল থেকে শুরু হয়ে এ কার্যক্রম সাতদিন পর্যন্ত চলমান কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. দেলোয়ার হোসেন বলেন, লকডাউন বাস্তবায়নে সরকারের সকল নির্দেশনা যথাযথভাবে কার্যকর করা হবে। কারো জরুরি সেবার প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে সেসব সেবা দেওয়া হবে বলেও এ কর্মকর্তা জানান।




error: Content is protected !!