নড়াইলে জনসাধারণের মধ্যে বিতারণের জন্য স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী ডিসি”র বিতারণ
মো: বাবলু মল্লিক, (নড়াইল) জেলা প্রাতিনিধি : নড়াইলে করোনার প্রাদূর্ভাবরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী জনসাধারণের মধ্যে বিতরণের জন্য দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন ৫টিঁ সাংবাদিকদের সংগঠন ও ৫টি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিনিধিদের হাতে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে জনসাধারণের মধ্যে করোনার প্রাদূর্ভাবরোধে সচেতনতা বাড়ানো এবং সংগঠন সমূহের মধ্যে উৎসাহ দেয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ। জনসাধারণের মধ্যে বিতরণের জন্য যেসব সংগঠনের মধ্যে বিতরণ করা হয় তারা হলো- জাতীয় মহিলা সংস্থা, চল পাল্টাই বাংলাদেশ, সেতু বন্ধন ফাউন্ডেশন, করোনা স্বেচ্ছাসেবী গ্রুপ, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিটি, রিপোর্টস ইউনিটি, জেলা প্রেসক্লাব এবং টেলিভিশন এসোসিয়েশন। এ ১০টি সংগঠনের মধ্যে মোট ১০০ প্যাকেট মাস্ক, ১০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার এবং ৫০০ পিস সাবান বিতরণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে উপকরণ বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, এনডিসি মো. জাহিদুল ইসলাম, নড়াইলকণ্ঠ অনলাইন পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাপ্তাহিক নড়াইলবার্তার নির্বাহী সম্পাদক মো. হাফিজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলুসহ অন্যান্য সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। স্বেচ্ছাসেবী সংগঠন ও গণমাধ্যম কর্মীদের উৎস দেয়ার জন্য জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী জনসাধারণের মধ্যে বিতরণের জন্য দেয়া হয়।