হিলিতে বেশী দামে চাল বিক্রির অভিযোগে ২চাল ব্যবসায়ীকে ৭হাজার টাকা জরিমানাঃ

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১

আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দর চাল বাজারে অভিযান চালিয়ে ২জন চাল ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ওনির্বাহী ম্যাজিষ্টেট নুর এ আলম।
আজ মঙ্গলবার বৈকাল ৩টায় লক ডাউন চলা কালে কিছু অসাধু চাল ব্যবসায়ী চালের দাম বেশী রাখছিল এরকম অভিযোগের ভিত্তিতে চাল বাজারে গিয়ে অভিযান পরিচালনা করেন।
এসময় জাতীয় ভোক্তা সংরক্ষন অধিকার আইনের ভিত্তিতে চালের দাম বেশী ওদেশী চাল প্লাস্টিকের বস্তায় রেখে বিক্রয় করার অপরাধে ২ জন চাল ব্যবসায়ীকে উক্ত পরিমান টাকা জরিমানা করেন।
এ সময় নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট নুর এ আলম বলেন পবিত্র রমজান মাস ও লকডাউনের সুযোগে প্রয়োজনীয় পন্য কেউ যেন মজুত করে সংকট তৈরী করতে না পারে কোন ভাবেই যেন জিনিস পত্রের মুল্য কেউ বেশী নিতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে।
আসুন দেশের এ ভয়াবহ করোনা পরিস্থিতে আমরা অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলবো অযথা বাড়ির বাহিরে বের হব না বের হলেও মাক্ম ব্যবহার করবো।




error: Content is protected !!