মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে গরমের প্রচন্ড তাপ দাহ সইতে না পেরে বিশেষ নামাজ আদায় করেছেন এলাকার মুসল্লিরা । মঙ্গলবার সকাল ৯.৩০ থেকে শুরু হয়েছে এই নামাজ।বৃহস্পতিবার পর্যন্ত পরপর তিনদিন এই বিশেষ নামাজ “সালাতুল ইসতিসকা” আদায় করা হবে।যথারীতি বুধবার সকাল ৯.৩০ মিনিটে দুই রাকাত সুন্নত এই বিশেষ নামাজ আদায় করা হয়েছে। জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের খোলা আকাশের নিচে। তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির অভাবে উপজেলায় পানির লেয়ার নিচে নেমে গিয়েছে। দেখা দিয়েছে তীব্র পানি সংকট। পানির অভাবে সেচ কাজও ব্যহত হচ্ছে। হুমকির মুখে কৃষি ব্যবস্থা। তাই একফোঁটা বৃষ্টির আশায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে কুষ্টিয়ার কুমারখালীতে বিশেষ নামাজ আদায় করেছে গ্রামবাসী। এসময় অধিকাংশ মানুষের মুখেই ছিলনা মাস্ক। মানা হয়নি স্বাস্থ্যবিধি। বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার চর জগ্ননাথপুর গ্রামের খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন চর জগ্ননাথপুর গ্রামের জামে মসজিদের ইমাম আলহাজ্ব মওলানা ইদ্রিস আলী।মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া প্রতিদিন দুই রাকাত সুন্নত নামাজ পড়ার কথা ছিলো বৃহস্পতিবার পর্যন্ত। কিন্তূ মহান আল্লাহর কি রহমত আজ বুধবার সন্ধ্যার পর থেকেই শুরু হয় বৃষ্টি সাথে তীব্র বাতাস। বৃষ্টির পানিতে ভিজলো কুষ্টিয়ার মাঠ। আল্লাহ মুসল্লিদের দোয়া কবুল করেই বৃষ্টি দিয়েছেন এমনটাই ভাবছেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।