পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সেনবাগ উপজেলার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু।

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
কুমিল্লায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।চৌদ্দগ্রাম এলাকার ঢাকা-কুমিল্লা মহাসড়কে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফিরোজ আলম বাবু নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের এজিএস। তিনি সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনু খালাসী বাড়ির বাসিন্দা।আহত হয়েছেন সেনবাগ উপজেলার উত্তর উজ্জ্বলতলা গ্রামের পিকআপ চালক ফরহাদ হোসেন ও একই এলাকার বাবুপুর গ্রামের হেলপার মো. তুহিন। তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বাবু ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) পণ্যের ডিলার ছিলেন। সকাল ৯টার দিকে একটি পিকআপে করে তিনি নোয়াখালী থেকে কুমিল্লায় যান।পণ্য নিয়ে সেনবাগে ফেরার পথে চৌদ্দগ্রাম এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বাবুর মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহায়তায় চৌদ্দগ্রাম থেকে সেনবাগ নিয়ে আসেন স্বজনেরা।
ফিরোজ আলম বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, উপজেলা যুবলীগ আহ্বায়ক জাকারিয়া মামুনসহ অন্যা নেতা-কর্মীরা।




error: Content is protected !!