মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৫ নং ইউনিয়নের ১ নং গাবতলা গ্রামের মধ্যে দিয়ে শরণখোলা উপজেলার একমাত্র সংযোগ স্থান গাবতলা গ্রাম। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১.৩০ মিনিটের দিকে গ্রামের বাবুল তালুকদার এর বাড়ির সামনে ইজিবাইক ও মোটরসাইকেল সংঘর্ষে দূর্ঘটনা টি ঘটে। এ সময় ইজিবাইক টি রাস্তার পাশে খাদে পড়ে যায়। চালক সহ অন্য দুই যাত্রী একটুর জন্য বেঁচে যায়। ইজিবাইক টি দুমড়ে মুচড়ে যায়।
ইজিবাইকটিতে খাদ্য দ্রব্য চিনি, পাঁচ ড্রাম তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল।পরে স্থানীয় লোকজন ঘটনা স্থান থেকে ইজিবাইক টি উদ্ধার করেন।এই রাস্তা দিয়ে দুই উপজেলার হাজার হাজার মানুষের চলাচল। এ সড়ক দিয়ে জরুরী সেবা নিয়োজিত অ্যাম্বুলেন্স, অটোভ্যান, মোটরসাইকেল,ইজিবাইক চলাচল করে। কিন্তু এখানে নেই প্রয়োজনীয় গতি রোধক চিহ্ন। স্থানীয় জনগণের প্রানের দাবি এই মোড়ে প্রায়ই এরকম অনেক দূর্ঘটনা ঘটে। তাই তারা জনপ্রতিনিধি কাছে দাবি জানিয়েছেন, তারা বলেন এখানে যদি রাস্তার দুই পাশ দিয়ে গতি বর্ধক চিহ্ন দেওয়া হয় তাহলে বেঁচে যাবে অনেক প্রাণ।