বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান ১০ হাজার মিটার জাল জব্দ করলেন ইউএনও রুহুল আমিন
আসলাম পারভেজ,,হাটহাজারী★
চলছে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় প্রজনন মৌসুম। যে কোন সময়ে বৃষ্টি হলেই মা মাছ তাদের ডিম ছাড়বে। তাই মা মাছের আনাগোনা যেমন বেড়েছে তেমন বেড়েছে মাছ চোরদের মাছ মারার উৎপাত। তারা সুযোগ পেলেই প্রশাসনের অগোচরে কখনও বরশি কখনও কারেন্ট জাল কখনও বা ঘেড়া জাল দিয়ে মাছ লুটে নিচ্ছে। বিশেষ করে বর্তমানে কার্প জাতীয় যেমন কাতাল, রুই, মৃগেল, কালিগনি মা মাছ। অপরদিকে হালদার মা মাছ আর জীব বৈচিত্র রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হালদা নদীর সত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী অফিসার রুহুল অফিসার রুহুল আমিন।
অভিযানের ব্যাপারে তিনি বলেন
মা মাছ রক্ষায় হালদায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।শুক্রবার গোপন খবরে নদীর সত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত অভিযান করে ১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছি। হালদার মা মাছ ও জীব বৈচিত্র রক্ষায়
উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইডিএফ ও আনসার সদস্যরা
সহায়তা করেন।