কক্সবাজারে করোনা টেস্টের ৩য় ল্যাব স্থাপিত হচ্ছে ডুলাহাজারা খৃষ্টান মেমোরিয়াল হাসপাতালে।

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর আধিক্যের কারণে করোনার স্যাম্পল টেস্টের তৃতীয় পিসিআর মেশিন স্থাপন হচ্ছে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির কক্সবাজার জেলার সমন্বয়কারী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে।
স্যাম্পল টেস্টের জট কমানোর লক্ষ্যে এক কোটি দশ লক্ষ টাকা ব্যয়ে কক্সবাজার চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট খৃষ্টান মেমোরিয়াল হাসপাতালে জেলার করোনা ভাইরাসের স্যাম্পল টেস্টের তৃতীয় পিসিআর (পলিমারি চেইন রি-এ্যাকশন) মেশিন স্থাপন করা হচ্ছে। তবে এখানে কোন সরকারি অর্থায়ন থাকবেনা।

কক্সবাজার জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, সরকারিভাবে কক্সবাজার করোনা ভাইরাস এর স্যাম্পল টেস্টের আর কোন ল্যাব স্থাপনের আপাতত হচ্ছে না।
কিন্তু ইতিমধ্যে এ বিষয়ে ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে জেলা প্রশাসকের সাথে আলোচনা হয়েছে।
তৃতীয় পিসিআর মেশিন স্থাপনের কাজ অনেকদূর এগিয়েছে। আগামী ২০ জুন থেকে ২৫ জুনের মধ্যে পিসিআর মেশিনটি চালু করা যাবে ইনশাআল্লাহ।
এতে জেলায় করোনার স্যাম্পল টেস্টের অনেকটা ভোগান্তি কমে যাবে এমনটা আশাবাদী।




error: Content is protected !!