মোংলায় হতদরিদ্রদের পাশে ফুড ব্যাংকিং বাগেরহাট কল্যাণ সংস্থা

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মে ১২, ২০২১

আলী আজীম,মোংলাঃ
‘ডাস্টবিনে নয়, অসহায় মানুষের মুখে অন্ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় কাজ করে যাচ্ছে ফুড ব্যাংকিং টিম। বিভিন্ন অনুষ্ঠান বা উৎসবে অবশিষ্ট খাবারের সন্ধান পেলে ছুটে যায় তারা। আর সেগুলো সংগ্রহ করে অসহায়দের হাতে হাতে তুলে দেয় ফুড ব্যাংকিং টিমের সদস্যরা।আর সেই টিমের সদস্যরা বর্তমান প্রতিকূল পরিস্থিতিতেও এর ব্যতিক্রম হয়নি। অঘোষিত লকডাউনে টিমের উদ্যোগে নেওয়া হয়েছে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম। আর তাদের কল্যাণে খাদ্যসামগ্রী বিলিয়ে দেওয়া হচ্ছে করোনায় কর্মহীন মানুষের দ্বারে দ্বারে। বুধবার (১২ মে) মোংলা নগরীর বিভিন্নস্থানে কর্মহীন মানুষদের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার।
ফুড ব্যাংকিং টিমের সদস্যরা জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অঘোষিত লকডাউনে রয়েছে পুরো দেশসহ মোংলা।এতে করে অসহায় হয়ে পড়েছেন সাধারণ দিনমজুর ও হতদরিদ্র মানুষেরা। নগরীতে মানুষের চলাচল না থাকায় কর্মহীন মানুষদের একটু ভরসা দিতে ফুড ব্যাংকিং টিমের সামান্য প্রয়াস।তারা জানান, আমরা নগরীর চৌধুরী মোড় ,শাপলা চত্বর এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করি। আগামীতেও বিতরণ করা হবে নগরীর অন্যান্য এলাকায়। এতে চাইলে সমাজের বিত্তবানরাও সাহায্যের হাত বাড়াতে যুক্ত হতে পারেন। (যোগাযোগ: ০১৯৭৬-৪৬০৪৯০,০১৯৬৪-১৫৬৭৫৬।খাদ্যসামগ্রী বিতরণকালে ফুড ব্যাংকিং বাগেরহাট কল্যাণ সংস্থা টিমের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।




error: Content is protected !!