প্রবাসী জয় নেহাল ও খন্দকার পরিবারের উদ্যোগে গ্রামের দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, মে ১২, ২০২১

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

করোনা ভাইরাসের মহামারী মধ্যে পালিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। যে কারণেই দেশের সর্বত্র এলাকায় ছড়িয়ে পড়েছে বেকারত্ব চতুর্দিকে চলছে হাহাকার। দেশের এই দুর্দিনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কৃতি সন্তান আমেরিকা প্রবাসী জয় নেহাল ও বালিয়াপাড়া গ্রামের প্রয়াত খন্দকার আশরাফ আলীর সন্তানদের সহযোগিতায় কুষ্টিয়া সদর উপজেলার বালিয়া পাড়া গ্রামের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। মঙ্গলবার দিবাগত রাত ঘটিকার সময় থেকে শুরু করে গ্রামের ৫০টি অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে রাতের অন্ধকারে উক্ত ঈদ সামগ্রী পৌঁছে দেন খন্দকার পরিবারের সন্তানেরা। ঈদ সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন প্রয়াত খন্দকার আশরাফ আলীর পরিবারের বড় ছেলে সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা শামীম রেজা মেজ ছেলে শিক্ষক ও গণমাধ্যম কর্মী শাহীন রেজা, আলামপুর বালিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সোহরাব হোসেন এবং তাদের সঙ্গে সহযোগিতা করেন এলাকার বাসিন্দা মিন্টু ও মুকুল। উক্ত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাউল, তেল সেমাই, চিনি ও আলু। উল্লেখ্য বালিয়াপাড়া গ্রামের স্থানীয় প্রকৃত অসহায় পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।আমেরিকা প্রবাসী জয় নেহাল এক বার্তায় বলেন, কুষ্টিয়া শহরের অসহায় দরিদ্র বাসিন্দারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাহায্য সহযোগিতা পেয়ে থাকে বলে জানি। কিন্তু গ্রামের অসহায় দরিদ্র বাসিন্দারা এই অনুদান থেকে সকল সময়ে বঞ্চিত হয়। যে কারণেই এবার আমরা শহর ছেড়ে গ্রামের অসহায় দরিদ্রদের মাঝে খন্দকার পরিবারের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করলাম। তিনি আরো বলেন, এই পবিত্র রমজান মাস ধরে বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে এসেছি আমার বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে। যেটা সংবাদ মাধ্যমে প্রকাশ করা আমার পক্ষে সমীচীন মনে হয়নি, যে কারণে উক্ত সংবাদগুলি প্রকাশ করা হয়নি।আমেরিকা প্রবাসী জয় নেহাল কুষ্টিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সাবেক অধ্যাপক নেহাল স্যারের সন্তান। জয় নেহাল একজন আর্তমানবতার সেবক, বিশিষ্ট সমাজ সেবক ও একজন প্রকৃত করোনাযোদ্ধা। কোভিড-১৯ এর শুরুতেই তিনি কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দুস্থ ও অসহায় ব্যক্তিদের সহযোগিতা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাত্রে খন্দকার পরিবারের সন্তানদের সহযোগিতায় বালিয়াপাড়া গ্রামের গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেন। তিনি আরো বলেন, আগামীতে যেন আরো সহযোগিতা করতে পারি। আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।অন্যদিকে প্রয়াত খন্দকার আশরাফ আলীর বড় ছেলে সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা শামীম রেজা ও শাহীন রেজা বলেন, আমাদের গ্রামের অসহায় দরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে এই সকল খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত বোধ করছি, যেন আগামীতে আরো সহযোগিতা করতে পারি গ্রামবাসীদের জন্য আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।




error: Content is protected !!