মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি:
ভেড়ামারার গোবিন্দপুরে ইপিল-লিপিল বাগানের গাছ কর্তন।।১লাখ ৯০ হাজার টাকা ক্ষতি ও থানায় অভিযোগ দায়ের।।
জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে গত ১১ মে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের গোবিন্দপুর ইপিল- লিপিল বাগানের ১৯ টি গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। ইপিল-লিপিল গাছের সাথে শত্রুতা। প্রায় ১লাখ ৯০ হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় ৩জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছে।
ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গাছেরদিয়াড় নতুনপাড়ার হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমানের লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, ভেড়ামারার বামনপাড়ার তালতলা এলাকার মৃত রওশন আলীর ছেলে আহাদ আলী (৫৫), আহাদ আলীর ছেলে অন্ত হোসেন (২৫) ও দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় নতুনপাড়ার মৃত রওশন আলীর ছেলে আক্কাস আলী (৬০)সহ অজ্ঞাতরা। গোবিন্দপুর মৌজায় ১৫৪নং খতিয়ানে ২০১ নং দাগে মোট ৫০ শতক জমিতে ইপিল-লিপিল ও বাঁশ বাগান রয়েছে। ইপিল-লিপিল গাছগুলো ইতিমধ্যে মোটা হয়েছে। আসামীদের সাথে নালিশী জমাজামি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গত ১১-০৫-২০২১ ইং তারিখে সকাল ৮টার সময় উক্ত আসামীগন তাহাদের লোকজন জমিতে থাকা ইপিল-লিপিলের ১৯টি গাছ কাটিয়া ক্ষতি সাধিত করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা। আসামীদের বাধা দিতে গেলে বাদী পক্ষ কে দেশীয় অস্ত্র দিয়ে খুন করার হুমকি দিলে তারা দৌড়ে পালিয়ে আসে।
এঘটনায় আসামীদের গ্রেফতারের জন্য উদ্ধতন কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে বাদী পক্ষ।