সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায়
দায়েরকৃত দু’টি মামলার ৫৪ জনের মধ্যে ৪০ জন অভিযুক্ত আসামি স্বেচ্ছায় তাহিরপুর থানায় আত্মসমর্পণ করেছেন।
আত্মসমর্পণের পর বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ১৬ মে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজারে রাত ৮টায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তাহিরপুর থানায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়।
উপজেলার আনোয়ারপুর বাজারে সাবেক সভাপতি ইসমাইল মিয়ার দায়ের করা মামলায় গতকাল বুধবার ও বৃহস্পতিবারে ১২ জন অভিযুক্ত আসামী থানায় সেচ্ছায় আত্নসমর্পন করেন। তারা হলেন মতুর্জ আলী(৬৭), সুজন মিয়া(৩১), আজির উদ্দিন(৩৫), ফাহিম উদ্দিন(২৪), বাহা উদ্দিন(৩৩), জীবন মিয়া(৩০), আলমগীর মিয়া(৪৭), হোসাঙ্গীর মিয়া(২৭), রহমগীর মিয়া(২৯), মারুফ (২২)।
অপর দিকে আবুল কাশেমের দায়ের করা মামলায় ৪০জন আসামীর মধ্যে ২৮জন অভিযুক্ত আসামী থানায় সেচ্ছায় আত্মসমর্পণ করেন। তারা হলেন হিমেল(৩০), মোফাজ্জল (২৮), তোফাজ্জল (২৬), ইসহাক(৪৬), জাহাঙ্গীর (৩৫), ইদ্রিস (৫৫), সোহেল মিয়া(৩৫), সরোয়ার (২৭), জয়নাল(৩৫), জাকারিন(২৮), রতি মিয়া(৪০), মতি মিয়া(৩৬), সুভাষ মিয়া(৫০), আকিক মিয়া(৪৫), নিজাম উদ্দিন(৫৫), মানিক মিয়া(৩২), রতন মিয়া(৩০), হিরন মিয়া(২৭), নিজাম উদ্দিন(৫৪), জাকারিয়া(৩২), কিবরিয়া(৩০), শাহরিয়ার(৪২), এবাদুল(৩২), আজিজুল (৩৫), মুন্না(৫০), আমির(৪৫), মনির(৩০), আজিম(৩৮)।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ তরফদার, দু’টি মামলায় ৪০ জন আসামী আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলায় কোন নিরীহ মানুষ কে হয়রানী করা হবে না। যারা ঘটনার সাথে প্রকৃত ভাবে জড়িত সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাহিরপুর থানার সহকারি পুলিশ সুপার বাবুল আক্তার বলেন, সম্প্রতি তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত দু’টি মামলার ৪০ জন আসামী আইনের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করেন। আমরা তাদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।