সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে হাকিমপুর প্রেসক্লাবের মানববন্ধন
আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনেস্তা ও পরিকল্পিত মামলায় আটক এর প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন দিনাজপুরের হাকিমপুর (হিলি) প্রেস ক্লাবের সদস্যরা।
বৃহস্পতিবার (২০মে) সকাল ১১টায় হাকিমপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি বৈশাখী টিভি ও দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক গাজী টিভি ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আনোয়ার হোসেন বুলু, সাবেক সভাপতি দৈনিক করতোয়া প্রতিনিধি ডাঃ আলতাফ হোসেন, বাংলাভিশন টিভির প্রতিনিধি মুরাদ ইমাম কবির।
এ ছাড়াও এনটিভি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, সময় টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম, মাছরাঙা টিভি প্রতিনিধি হালিম আল রাজি, একুশে টিভি প্রতিনিধি সালাউদ্দিন বকুল, আরটিভি প্রতিনিধি আব্দুল আজিজ, ডিবিসি টিভি প্রতিনিধি মাসুদুল হক রুবেল, দৈনিক খবর পত্র ও রাইজিংবিডি প্রতিনিধি মোসলেম উদ্দিন, বাংলাটিভি প্রতিনিধি আব্দুল কুদ্দুস, এশিয়ান টিভি প্রতিনিধি শাহিনুর ইসলাম, মুভি টিভি প্রতিনিধি সোহেল রানা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রমেন বসাক, দৈনিক আমাদের সময় প্রতিনিধ মিজানুর রহমান, দৈনিক জবাবদিহি ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি গোলাম রব্বানী, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি তৌহিদুল ইসলাম তৌহিদ, দৈনিক দুরন্ত সংবাদ প্রতিনিধি নুরুজ্জামান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তরা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, হেনস্তাকারী উপ-সচিব কাজী জেবুন্নেছার অপসারন ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।