পিরোজপুরের কাউখালীতে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানি বন্দি মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ \

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২১

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানির নিচে ডুবে আছে এখন কয়েক শত মানুষ। ১০/১৫ টি গ্রামের নিম্নাঞ্চল গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গলা সমান পানিতে ডুবে রয়েছে। পানি বন্ধী অবস্থায় রয়েছে এসব গ্রামের স্বল্প আয়ের মানুষ। তাদের ঘরে আজ বৃহস্পতিবার পর্যন্ত উনন জলেনি। অর্ধহারা অনাহারে রয়েছে এসব গ্রামের মানুষ। মানবতার জীবন যাপন করছে নদীপারের এ সকল মানুষরা। এদেরকে খাদ্য সহায়তা প্রদান করেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি সমাজ সেবক আঃ লতিফ খসরু। তিনি আজ বৃহস্পতিবার আমরাজুড়ি ইউনিয়নের পশ্চিম আমরাজুড়ি এলাকায় চারিদিকে পানিতে ডুবে যাওয়া যে সকল মানুষ বের হতে পারছে না সেই সকল মানুষের কাছে এই সহায়তা প্রদান করেন। এরই একজন হলো স্বামী পক্ষাঘাত আক্রান্ত দিলীপ বলের স্ত্রী মিরা বল যার কোন উপার্জন ক্ষম কোন মানুষ নাই। এই সকল মানুষের মাঝে চাল, আলু ডাল, ছোয়াবিন তেল, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, ওর-স্যালাইন প্রদান করা হয়। 




error: Content is protected !!