কলাপাড়ায় বেড়িবাঁধ ভাঙ্গন কবলিত দূর্গতদের মাঝে খাদ্য সহায়তা নিয়ে এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান ॥

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মে ২৮, ২০২১

রাসেল কবির মুরাদ,পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়ায় ঘূর্নীঝড়
ইয়াসে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও পানিবন্দী
মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন পটুয়াখালী-৪,
কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী অসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর
রহমান মহিব। শুক্রবার বেলা ১২টার দিকে মহিপুর ইউনিয়নের নিজামপুর, কমরপুর
ও সুধিরপুর গ্রামের জোয়ারের তোরে বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন। ওইসব
এলাকার দুই শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
এসময় তার সহধর্মীনি উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী অধ্যক্ষ ফাতেমা
আকতার রেখা তার সাথে ছিলেন। এছাড়া মহিপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আব্দুল
মালেক আকন, সাধারন সম্পাদক মো.নুরুলইসলাম হাওলাদার, সহ-সভাপতি ডা: খলিলুর
রহমান, মহিপুর সদর ইউপি চেয়ারম্যান মো: ফজলু গাজী, মহিপুর থানা যুবলীগ
আহবায়ক মিজানুর রহমান বুলেটসহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।

এছাড়াও তিনি গত তিন দিন ধরে ঘূর্নিঝড় ইয়াস ও পূর্নিমার প্রভাবে প্লাবিত
লালুয়া, ধানখালী, চম্পাপুর ধুলাসার, বালিয়াতলী ইুনিয়নের বিভিন্ন গ্রাম
পরিদর্শন করেন। এ সময় ওইসব এলাকার পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সহায়তা
বিতরন করেছেন।

এসময় স্থানীয় সংসদ সদস্য মহিববুর রহমান মহিব (এমপি) বলেন, সুপার সাইক্লোন
সিডর থেকেই এই অঞ্চলের মানুষ জানমাল রক্ষাকারী বেড়িবাঁধের স্থায়ী
সমাধানের জন্য দাবি করে আসছে। নিজামপুর, কোমরপুর, সুধিরপুসহ আশপাশের
এলাকার মানুষের প্রানের দাবী হচ্ছে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের। এ বিষয়টি
সংশ্লিস্ট মন্ত্রনালয় এবং সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ করে
সর্বোচ্চ চেষ্টা করবেন বলে তিনি সাংবাদিকদের জানান।




error: Content is protected !!