মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফাস্ট ফুড এন্ড কফি হাউজের আড়ালে রমরমা দেহ ব্যবসা, মালিকসহ আটক-৩

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

হাবিব হাসান মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফাস্টফুডের আড়ালে রমরমা দেহ ব্যবসা। স্থানীয়দের ম্যানেজ করে ফাস্ট ফুড এন্ড কফি হাউজের নামে গড়ে তুলেছেন পতিতালয়। দীর্ঘদিন ধরে চলছে সেখানে পতিতাবৃত্তি। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে অভিযান চালিয়ে ফাস্টফুডের ভিতরে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক নারী এবং প্রতিষ্ঠানের মালিকসহ তিনজনকে আটক করে পুলিশ।আটককৃতরা হলেন অপূর্ব ফাস্ট ফুড এন্ড কফি হাউজের মালিক উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি গ্রামের মৃত বরকত আলীর ছেলে মো. আনিছুর রহমান (৪৫), পতিতালয়ের নিয়মিত খদ্দের টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত সিদ্দিক বেপারীর ছেলে আশরাফ আলী (৪০), সিরাজদিখান উপজেলার চর বয়রাগাদী গ্রামের সুমন শেখের মেয়ে সুমাইয়া বেগম (২২)। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়,অপূর্ব ফাস্টফুড এন্ড কফি হাউজের ব্যবসার আড়ালে প্রতিষ্ঠানের মালিকের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে থেকে নারীদেরকে এনে পতিতালয় তৈরি করেছিলেন। প্রতিষ্ঠানের ভিতরে ছোট কক্ষে নারীদের দিয়ে চলছিল দেহ ব্যবসা।গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে গত বৃহস্পতিবার (২৭/৫/২০২১ ) সন্ধ্যায় কাকালদির অপূর্ব ফাস্টফুড এন্ড কফি হাউজে অভিযান চালিয়ে। কফি হাউজের ভিতরের বিশেষ কক্ষে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় খদ্দেরসহ দুজনকে আটক করা হয়। প্রতিষ্ঠানের কাউন্টারে বসে থাকা অপূর্ব ফাস্ট ফুড এন্ড কফি হাউজের মালিক মো. আনিছুর রহমানকেও আটক করা হয়।এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, কাকালদি গ্রামের বাহেরকুচি রাস্তায় অপূর্ব ফাস্টফুড এন্ড কফি হাউজের নামে দীর্ঘদিন পতিতাবৃত্তি চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানের মালিক আনিসুর রহমান এবং স্থানীয়দের ম্যানেজ করে ভিতরে গড়ে তুলেছেন মিনি পতিতালয়।এমন সংবাদের ভিত্তিতে আমি নিজে সঙ্গীয় ফোর্সসহ ওই প্রতিষ্ঠানে অভিযানে যাই। ফাস্টফুডের ভিতরের বিশেষ কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক নারীসহ দুইজনকে আটক করি। কাউন্টারে বসা প্রতিষ্ঠানের মালিক আনিসুর রহমানকেও এ সময় আটক করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা হয়েছে।গতকাল শুক্রবার (২৮/৫/২০২১) তাদেকে কোর্টে প্রেরণ করা হয়েছে।




error: Content is protected !!