আজমিরীগঞ্জে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুন ২, ২০২১

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জএ বি সি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ বুধবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭), ২০২১ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭), ২০২১ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সকাল থেকে অনুষ্ঠিত হয়। দুপুরে কাকাইলছেও ইউনিয়ন ও বদলপুর ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের খেলা সমাপ্ত হয়। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কাকাইলছেও ইউনিয়ন। এদিকে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা, আনিছুর রহমান, সমবায় কর্মকর্তা, দেবাশীষ দেব, পল্লী উন্নয়ন কর্মকর্তা, বিশ্বজিত দাস, জনস্বাস্থ্য প্রকৌশল, রবিউল ইসলাম, ১নং আজমিরীগঞ্জ সদর ইউ,পি চেয়ারম্যান, আব্দুল কুদ্দুছ সেন, একাডেমিক সুপারভাইজার, হায়দার আলী মৃধা, প্রধান শিক্ষক এ,এ,বি,সি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান মোস্তফা, মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাশ প্রমূখ। এ ছাড়া উক্ত ফুটবল খেলার সঞ্চালনায় ছিলেন, সারদা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মেরাজুল ইসলাম।
অনুষ্ঠানের পুরো আয়োজনে ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জাহাঙ্গীর আলম, ও এর নেতৃত্বে ছিলেন, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা পরিবার। উল্লেখ্য,
আগামী ০৬ জুন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় জালাল স্টেডিয়াম, হবিগঞ্জ এ সকাল ১০ ঘটিকা থেকে আজমিরীগঞ্জ বালক ও বালিকা দলের খেলা অনুষ্ঠিত হবে।




error: Content is protected !!