বেগমগঞ্জে মাছ ধরতে গিয়ে লাইট মারাকে কেন্দ্র করে সংঘর্ষ প্রবাসী নিহত

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
বৃষ্টিতে মাছ ধরতে গিয়ে লাইট মারাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় নোয়াখালীর বেগমগঞ্জে ফজলুল করিম ওরফে সোহেল (২৮) নামে এক লেবানন প্রবাসী নিহত হয়েছেন।বুধবার (২ মে) রাত পৌনে ৮টার দিকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এর আগে, মঙ্গলবার (১ মে) রাতে গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজ্জাকপুর গ্রামের আতার বাড়িতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত সোহেল ওই বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। তিনি কিছুদিন আগে লেবানন থেকে বাড়িতে আসেন।নিহত সোহেলের চাচাতো ভাই খলিলুর রহমান জানান, বাড়ি জায়গাজমি নিয়ে সোহেলদের সঙ্গে তার আরেক চাচা মৃত জয়নাল আবেদীনের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে বৃষ্টির সময় পুকুরপাড়ে কৈ মাছ ধরতে গেলে লাইট মারাকে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জয়নাল আবেদীনের ছেলে মহিন উদ্দিন ও মো. মনির সোহেলকে বেদম মারধর করে এবং কুপিয়ে জখম করেন।তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে গিয়ে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।তিনি আরও বলেন, ‘পারিবারিক পূর্ব বিরোধের জেরে তুচ্ছ ঘটনায় এ মৃত্যুতে অভিযোগ অনুযায়ী জড়িত সবার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Attachments area




error: Content is protected !!