রাজবাড়ীতে জেলের জালে ধরা পড়লো ঢাই মাছ,প্রতি কেজির মূল্য প্রায় ৩ হাজার

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২১

মিঠুন গোস্বামী, রাজবাড়ী
গত বুুধবার দিবাগত গভীর রা‌তে রাজবাড়ী সদর উপ‌জেলার সি‌লিমপুর এলাকার পদ্মা নদী‌তে নুরাল হলদা‌রের জা‌লে ধরা প‌ড়ে‌ছে এ ঢাই মাছ।এই মাছ সুস্বাদু তবে সচরাচর এর দেখা মে‌লে না জেলের জালে। অাজ বৃহস্প‌তিবার সকা‌লে মাছ‌টি দৌলত‌দিয়া ঘা‌টের মোহন মন্ড‌লের অাড়‌তে বিক্রি কর‌তে অা‌নেন। এ সময় মাছ‌টি ওজন দি‌য়ে দেখাযায় মাছ‌টির ওজন ৭ কে‌জি ৫শ গ্রাম। সে সময় ডাকের মাধ্য‌মে ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ২ হাজার ৮শ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় কি‌নে নেন।মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ঢাই মাছ এখন অার সহজে পাওয়া যায় না। দীর্ঘ দিন পর এক‌টি ঢাই মাছ দেখ‌লেন। এ সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি মাছটি কিনে নেন। পরবর্তী‌তে তি‌নি মোবাইল ফো‌নে যোগা‌যোগ করে মাছ‌টি ঢাকায় ৩ হাজার টাকা কে‌জি দ‌রে সা‌ড়ে ২২ হাজার টাকায় বিক্রি ক‌রে‌ছেন।




error: Content is protected !!