নাসিরনগরে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া ২ জনের জামিন আদালতে না মঞ্জুর।

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জুন ৫, ২০২০

শরীফ মোশারফ,নাসির নগর(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নীহারেন্দু চক্রবর্তী ও মিহির কুমার দেব নামের ২ জন ফেসবুকারের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
৩ রা জুন ২০২০ রোজ বুধবার বেলা অনুমান দেড় ঘটিকার সময়, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসিরনগর আমলী আদালত ব্রাহ্মণবাড়িয়া মো. জাহিদ হোসাইন তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
মিহির দেব ও নিহারেন্দু চক্রবর্তীর পক্ষে তাদের আইনজীবী হিসেবে উপস্থিত থেকে শুনানি করেন, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী,নাসিরনগর উপজেলা বি,এন,পির সিনিয়র সহ সভাপতি, ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডঃ কামরুজ্জামান মামুন। তিনি এ প্রতিনিধিকে বলেন যে, জামিন অযোগ্য ধারা হওয়ায় আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন।
কি অপরাধে গ্রেপ্তার, জানা গেছে, সম্প্রতি বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মগবুলপুর গ্রামের শাহালম নামক ১ মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হলেও মিহির দেব সামাজিক যোগাযোগ মাধ্যম তার নিজের ফেসবুকে তার টাইম লাইন থেকে শাহালম করোনাভাইরাসে মারা যায়নি বলে একটি স্ট্যাটার্স দেয়। এ নিয়ে নাসিরনগর থানার এস,আই রফিকুল ইসলাম (পিপিএম) বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ ধারা একটি নন,জি,আর মামলা দায়ের করেন।
নিহারেন্দু চক্রবর্তী গোকর্ণ ইউনিয়নের সিদ্ধেশরি মেলায় লকডাউন উপেক্ষা করে হাজারো মানুষের জনসমাগম হয়েছে বলে তার নিজস্ব ফেসবুক আইডি হতে একটি স্ট্যাটাস দেয়। এ ঘটনায় নাসিরনগর সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক পার্থ প্রতিম সোম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে নাসিরনগর থানায় একটি নন,জি,আর মামলা দায়ের করেন। আদালত থেকে তাদের ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়। ওই ২ মামলায় ৩১ মে ১জনকে বাজার ও অন্যজনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নাসিরনগর থানা পুলিশ।

নীহারেন্দু চক্রবর্তী ও মিহির কুমার দেব গ্রেপ্তারের পর মুশফিকুর রহমান বাবু তার ফেসবুক আইডি সহ আরো কয়েকটি ফেসবুক আইডির লেখা থেকে জানা যায় ২০১৬ সালে নাসিরনগরে মন্দির ভাঙ্গা ও হিন্দু মুসলিম দাঙ্গার অন্যতম মুলহোতা ছিল তারা এ ২ জন।




error: Content is protected !!