কুয়াকাটায় প্রাকৃতিক জীব-বৈচিত্র রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ॥

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২১

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কুয়াকাটায় প্রাকৃতিক
জীব বৈচিত্র রক্ষায় পর্যটন কেন্দ্র সৈকতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের
নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে
শনিবার দুপুরে ইলিশ পার্কে ইলিশ প্লানেট’র ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ
ইকোফিস-২ এ সভার আয়োজন করে। এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ
ইকোফিস-২ পটুয়াখালী সহকারি গবেষক সাগরিকা স্মৃতি।

সচেতনতামূলক এ সভায় বক্তব্য রাখেন, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির
উদ্দিন বিপ্লব, টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াস তুষার, কুয়াকাটা খানবাদ
কলেজের সহকারি অধ্যাপক খান এ রাজ্জাক. সাংবাদিক সৌমিত্র সুমন, কুয়াকাটা
শ্রমিকলীগ সভাপতি হাবিব হাওলাদার, সৈকতে মটরসাইকেল চালক জামাল খান,
ইব্রাহিম খলিফা, সোলায়মান প্রমুখ।

এসময় বক্তারা বাস্তুসংস্থান পুনরুদ্ধার এবং সৈকতে লাল কাকড়া ও কচ্ছপের
অবাধ বিচরন ফিরিয়ে আনার দাবী জানান।




error: Content is protected !!