মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভূমি সেবা সাপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২১

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভূমি সেবা সাপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার গোয়াল বাড়ি এলাকার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ৩জনের থেকে ভূমি উন্নয়ন কর সংগ্রহ করে সেবা সাপ্তাহ উদ্ভোদন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ সাব্বির সাজ্জাদের সঞ্চালনায় আরো অতিথি ছিলেন উপজেলা ভাইরাস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, রশুনিয়া ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চোকদার, ইছাপুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার প্রমুখ।জানাযায়, ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবাসমূহে জনগনকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবাসমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য ভূমি মন্ত্রণালয় ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপি ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে। ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদানের নিমিত্ত ভূমি মালিকগণের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন করাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভূমি মন্ত্রণালয়ের অনলাইনে নামজারী কার্যক্রম বা ই-মিউটেশন, অনলাইনে খতিয়ান প্রাপ্যতা, ডিজিটাল ল্যান্ড রেকর্ড, অনলাইনে মৌজা ম্যাপের প্রাপ্যতা ও অনলাইনে শুনানীসহ সকল ধরণের ডিজিটাল ভূমি সেবা প্রদানের বিষয়গুলো ভূমি মালিকগণকে জানানোর জন্য সারাদেশের ন্যায় সিরাজদিখান উপজেলা ভূমি অফিসেও এই সেবা সাপ্তাহ পালন করা হয়।




error: Content is protected !!