কুষ্টিয়ার ভেড়ামারায় মোবাইল কোর্ট অভিযানে ৩ জনের কারাদন্ড।ও নগদ অর্থ দন্ড।
মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় মোবাইল কোর্ট অভিযানে ৩ জনের অর্থদন্ডসহ কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার।
আজ ১৪/০৬/২০২১ খ্রি. তারিখে ভেড়ামারা উপজেলার চর দামুকদিয়া, সাতবাড়িয়া, ফারাকপুর ও জগশ্বর এলাকায় মাদকের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার। “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮” অনুযায়ী মো: হালিম, ফারাকপুর, ভেড়ামারা এর বাড়ী হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তাছাড়া, মো: সিরাজুল ইসলাম রাজ্জাক, চরদামুকদিয়া কে গাঁজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০০ টাকা অর্থদন্ড এবং মো: সবুজ, সাতবাড়িয়া কে গাঁজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার জানান, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
তার এ অভিযানে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। সুশীল সমাজ মনে করেন এভাবে অভিযান চলমান থাকলে প্রাণের ভেড়ামারা কে মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীদের হাত থেকে ভেড়ামারার যুব সমাজ কে রক্ষা করা সম্ভব।