কুষ্টিয়ার ভেড়ামারা কলেজকে জাতীয় করনে প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানানোর জন্য এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি

ভেড়ামারা কলেজকে জাতীয়করণে সদয় সম্মতি জ্ঞাপন করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রাশেদুল অালমের অসামান্য অবদানকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভেড়ামারা কলেজকে সরকারি করণের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যনিটি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্যা কন্যা, আওয়ামীলীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনার সম্মতি পাওয়া গেছে।

জানা গেছে, ভেড়ামারার কৃতি সন্তান কুষ্টিয়া -৩ আসনের মাননীয় সংসদ সদস্য, আওয়ামীলীগের বিপ্লবী ও জনপ্রিয় যুগ্ম সম্পাদক জননেতা মাহবুব উল অালম হানিফ মহোদয় এর ভ্রাতা দেশ বরেণ্য যশস্বী ব্যক্তিত্ব আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব ৭১ এর রণাঙ্গনের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রাশেদুল আলমের সময়োপযোগী ও অসামান্য অবদানে অবশেষে যুগের দাবিটি বাস্তবে পরিণত হয়। এই গৌরবময় মুহূর্তে সোমবার সন্ধ্যায় ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল অালম চুনু সাহেবের ভেড়ামারা কোচস্ট্যান্ডস্থ কার্যালয়ে এক কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারণ সম্পাদক ও উক্ত কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম নজু, সহযোগী অধ্যাপক আব্দুস সামাদ, সহঃ অধ্যাপক শফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা ফিরোজ সঞ্চালনার দায়ীত্ব পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক মন্ডলী নেতৃবৃন্দকে ফুলের শুভেচছা জ্ঞাপন করেন।




error: Content is protected !!