
মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ায় করোনাভাইরাস মৃত্যু ও শনাক্তের সংখ্যা হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩২৩ নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।এ সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪১ জন এবং মারা গেছেন ১৫৭ জন। এ সময় সুস্থ হয়েছেন ৫ হাজার ৬১ জন। সোমবার (২১ জুন) রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসক অফিস এ তথ্য নিশ্চিত করেছে।আক্রান্ত আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন।