মহাশ্মশান থেকে গোরস্থান সর্বত্র ব্যাস্ত সৎকারের জন্য ।

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় লাশ সৎকারের কাজে ব্যাস্ততা লক্ষ্য করা গেছে মহাশ্মশান ও গোরস্থান সমূহে। করোনা পজিটিভ অথবা রোগ লক্ষ্মণ অথবা অন্য কোন উসিলায় মৃত্যু সংবাদ একটু অধিকই লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রতিক সময়ে ভেড়ামারা ও দৌলতপুর উপজেলাসহ জেলার সকল প্রান্তে।আজ মঙ্গলবার বেলা ১২.০০ টার দিকে আল্লারদর্গা বেলতলা মহাশ্মশানে কিডনী রোগে ভুগে এমপি গলির তরুণ দেবনাথ (৭০) পরলোক গমন করেন। মৃতের শব দেহ উক্ত শ্মশানে সনাতন ধর্মীয় রীতিতে সৎকারের সময় সংবাদকর্মী হিসেবে এই প্রতিবেদক সেখানে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করেন। এছাড়া ভেড়ামারা উপজেলার বিভিন্ন গোরস্থানে তুলনামূলকভাবে দাফনের সংখ্যা অধিক।আজ মঙ্গলবার ভেড়ামারা ৫ নম্বর ওয়ার্ড কাচারীোড়ার দাউদ শেখ (৫৫) কুষ্টিয়া করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাকে নামাজে জানাজা শেষে চাঁদগ্রাম গোরস্থানে চির নিদ্রাায় শায়িত করা হবে। জানিনা কার সাথে কখন কার শেষ দেখাটা নসিব হয়ে যাবে। শ্বাসকষ্ট ঘরে ঘরে। সবাই প্রাণ বাঁচানোকে গুরুত্ব দিন। ধর্মীয় স্কলারদের বক্তব্য থেকে জান বাঁচানো ফরজ মর্মে জানা যায়। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ খ্রীষ্টিজম, লালনিজম ভাই ভাই। সংবাদ সংগ্রহে কবরস্থান তা গোরস্থান বা শ্মশান যেটাই হোক সব জায়গায় ছুটে বেড়াই। সাম্প্রতিক বিদেহী আত্মার পারলৌকিক শান্তি প্রার্থনা করি।




error: Content is protected !!