খুলনায় বিভাগে আজ ২০ জনের মৃত্যু নতুন শনাক্ত হয়েছে ৯১৭ জন

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

মোঃ ইউসুফ শেখ, ব্যুরো প্রধান, খুলনা।।
খুলনা বিভাগ এখন মহামারী করেনার হটস্পট আসেনি নিয়ন্ত্রনে। খুলনা বিভাগে করোনার সর্ব শেষ তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা জানান।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় দুইজন, সাতক্ষীরায় দুইজন এবং মেহেরপুরে একজন মারা গেছেন।খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৭৯৫ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৬ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৬৭৬ জন।




error: Content is protected !!