কুষ্টিয়ার ভেড়ামারায় লকডাউনের চতুর্থ দিনে ২৩৩০০টাকা অর্থ দন্ড করা হয়।
মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি
কঠোর বিধি-নিষেধ (লকডাউন) এর চতুর্থ দিনে দিনব্যাপী ভেড়ামারা উপজেলার চন্ডিপুর, বাড়াদী, কলেজ বাজার, দশমাইল, বারমাইল, পৌর বাজার, সাতবাড়ীয়া, গোলাপনগর, জগশ্বর, বাহাদুরপুর, কুচিয়ামোড়া, গোপীনাথপুর আখ সেন্টার, পরানখালী, ধরমপুর, ফারাকপুর, নতুনহাট, ঠাকুর দৌলতপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব দীনেশ সরকার।এসময় “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়।উক্ত মামলায় মোট ২৩৩০০/- অর্থদন্ড প্রদান করা হয়।এবিষয়ে জানতে চাইলে ইউএনও দীনেশ সরকার বলেন,জনগনের সুরক্ষার কথা মাথায় রেখে সম্মানিত ডিসি স্যারের নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া জেলার ন্যায় আমরা ভেড়ামারাতেও লকডাউন পালন করছি ।এবং বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অর্থ দন্ড ও করছি।আর জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।