কাকাইলছেও – আজমিরীগঞ্জ রাস্তার বেহালদশা এলাকাবাসীর চরম ভূগান্তি অচিরেই সংস্কারের দাবি

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১

নিজস্ব প্রতিনিধি- কাকাইলছেও – আজমিরীগঞ্জ রাস্তা বেহালদশায় পরিণত হয়েছে। এতে করে চরম ভূগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী। অচিরেই সংস্কারের দাবি জানিয়েছে ভূক্তভুগী জনগণ। জানা যায়,কাকাইলছেও চৌধুরীবাজার থেকে আজমিরীগঞ্জের দূরত্ব ৬ কিলোমিটার। এক সময় বর্ষা মৌসুমে সাধারণ লোকজনের আসা – যাওয়ার একমাত্র বাহন ছিল নৌকা। শুকনা মৌসুমে পায়ে হেঁটে ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। কালের বিবর্তনে নৌকায় ইঞ্জিন যুক্ত হলে লোকজন ইঞ্জিন চালিত ট্রলারে আসা-যাওয়া করত। পাঁচ ইউনিয়ন নিয়ে গঠিত আজমিরীগঞ্জ উপজেলা। তাই ওই সময়ে উপজেণা সদরের সহিত কোন ইউনিয়নেরই সুষ্ঠু যোগাযোগ ব্যবস্হা ছিল না। বানিয়াচং – আজমিরীগঞ্জ আসনের সংসদসদস্য এডভোকেট শরীফ উদ্দিন চৌধুরী ইন্তেকাল হওয়ার পর একই আসনে নির্বাচিত হন, তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত। ১৯৯৬ ইং সনে কাকাইলছেও -আজমিরীগঞ্জ রাস্তার কালনীপাড়া ও বদরপুর গ্রামের অদূরে দু’টি বেইলীব্রীজ নির্মাণ করা সহ ওই রাস্তায় মাটি ফেলার কাজ শুরু করেন বানিয়াচং – আজমিরীগঞ্জ আসনের তৎকালীন সংসদসদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। এরই ধারাবাহিকতায়, ওই রাস্তায় ইট সলিং ও পরবর্তীতে ঢালাইয়ের দ্বারা উন্নয়নের কাজ করা হয়। একাধিকবার ওই রাস্তায় নিম্নমানের ঢালাইয়ের কাজ করায় বেশীদিন টেকসই হয়নি। এদিকে গত বর্ষা মৌসুমে টানাবর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কুশিয়ারার কালনী, ভেড়ামোহনা ও বশিরা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে করে রাস্তা-ঘাট অকাল বানের পানিতে তলিয়ে যায়। ওই রাস্তায় চলাচলকারী টমটম, রিক্সা সহ নানা ধরণের যাত্রী ও মালবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়। পানি নেমে গেলে ওই রাস্তার ঢালাই ভেঙ্গে খানা-খন্দকে পরিণত হয়। বেশ কিছুদিন পূর্বে কাকাইলছেও – আজমিরীগঞ্জ রাস্তার রনিয়া গ্রামের অদূরে অনুমানিক ৫ ভাগ নামেমাত্র সংস্কারের কাজ হলেও বাকি ৯৫ ভাগ রাস্তার ঢালাই দেবে গেছে, ফাটল দেখা দিয়েছে, মোট কথা খানা-খন্দকে বেহালদশায় পরিণত হয়েছে। ওই রাস্তায় প্রতিদিন দেড়শতাধিক যাত্রীবাহী টমটম, রিক্সা সহ মালবাহী বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করে থাকে। এতে করে চরম ভূগান্তির শিকার হচ্ছে যাত্রী সাধারণ। তাই অচিরেই সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।




error: Content is protected !!