পাহাড়পুরে কঠোর বিধি নিষেধের ৪র্থ দিনে ১ জনকে দন্ডবিধি ও ৫ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২১

নিজস্ব প্রতিনিধি-

আজমিরীগঞ্জের বদলপুরের দূর্গম পাহাড়পুর বাজারে লকডাউনের কঠোর বিধি নিষেধের ৪র্থ দিনে ম্যাজিস্ট্রেট-সেনাবাহিনীর যৌথ টহল ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শোয়েব শাত-ঈল ইভান কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে ০১ জনকে দন্ডবিধি, ১৮৬০ অনুসারে ৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এদিকে যৌথবাহিনীর অভিযানের সংবাদ পেয়ে পুরো বাজার ফাঁকা হয়ে যায়। একই এলাকার বদলপুর বাজারে কয়েকটি মুদীদোকান ও চায়ের দোকান খোলা পাওয়া যায়। তবে বিকাল ৫ টার পর এগুলো নিজ উদ্যোগে বন্ধ করে দেয় মালিকরা। জলসুখা বাজারে মুদীদোকান, কনফেকশনারী ও বেশ’কটি কাপড়ের দোকান খোলা থাকতে দেখা যায়। তবে বিকাল ৫ টার পর অনেকেই বন্ধ করে চলে যায়। শিবপাশা বাজারে বেশকিছু ব্যবসা প্রতিষ্টান খোলা ও রাস্তায় স্বল্পসংখ্যক যাত্রীবাহী টমটম ও রিক্সা চলাচল করতে দেখা যায়। তবে বিকালের দিকে অনেকটাই ফাঁকা অবস্হায় ছিল। সৌলরী ও কাকাইলছেও চৌধুরীবাজারে ৯০ ভাগ ব্যবসা প্রতিষ্টান খোলা অবস্হায় ছিল। তবে সন্ধ্যারাত পর্যন্ত দোকানপাট খোলা অবস্হায় ছিল। পৌর এলাকার টানবাজার ও চরবাজারের মুদীদোকান, চায়ের দোকান সহ বিভিন্ন প্রতিষ্টান খোলা অবস্হায় ছিল। তবে বিকাল ৫ টার পর নিজ নিজ উদ্যোগে প্রতিষ্টান বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।




error: Content is protected !!