নোয়াখালীতে আজ করোনায় আক্রান্ত ১৬৮ জন

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫২৯ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এসে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭৫ শতাংশে।
এখন জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজার ১৬১ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৪৮ জনের। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জ ৫১ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিল ১৪ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২০ জন। মৃত্যুর হার এক দশমিক ২২ শতাংশ।বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার তথ্যগুলো নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৪৭ জন, সুবর্ণচরের ৪ জন, বেগমগঞ্জের ৪০ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, চাটখিলে ১৪ জন, সেনবাগ ১৩ জন, কোম্পানীগঞ্জ ২১ জন, কবিরহাটে ১৪ জন রয়েছেন। এসময় সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৬৯ শতাংশ।এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ২৬৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৫০ জন ও আইসোলেশনে রয়েছেন ২১ জন।
এদিকে কঠোর বিধিনিষেধ অমান্য করায় সপ্তমদিনে জেলায় নয়টি উপজেলায় ৯৩টি মামলায় ৭২ হাজার নয়শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।




error: Content is protected !!