রাসেল কবির মুরাদ , কলাপাড়া প্রতিনিধি ঃ কলাপাড়ায় লকডাউনের ১১তম দিনে
স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জনকে অর্থদন্ড
দেয়া হয়েছে। রবিবার সকাল ৯.৩০টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত কলাপাড়া পৌর
শহরের চৌরাস্তা এবং নুতন বাসস্ট্যান্ডে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।
এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা
লংঘনে ২৪/২ ধারামতে ০৫ জনকে এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬,৭২ এবং ৭৬
ধারামতে ০৯ জনসহ মোট ১৪ জনকে সর্বমোট ৬ হাজার ৬শত টাকা অর্থদন্ড প্রদান
করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল গনমাধ্যমকে
জানান, ১১তম দিনে ট্রাকে করে যাত্রী পরিবহন সহ ১৪টি মামলায় ১৪ জনকে পৃথক
মামলায় অর্থদন্ড দেয়া হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত
থাকবে।