খুলনায় কর্মহীন শ্রমজীবী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১

মোঃ ইউসুফ শেখ, ষ্টাফ রিপোর্টার, খুলনা।।

মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণ দিক থেকে খুলনা বিভাগ শীর্ষে। গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে মৃত্যু বরণ করেছে ৪৮ জন। শুধুমাত্র খুলনা জেলায় মৃত্যুবরণ করেছে ১৩ জন যা খুলনা বিভাগের সকল জেলার শীর্ষে। কঠোর লকডাউনে কর্মহীন ও অসহায় মানুষদের জীবনযাত্রা সচল রাখতে প্রধানমন্ত্রীর উপর সামগ্রী বিতরণ করা হয়।

এসময় কর্মহীনদের মাঝে ১০ কেজি চাল ৩ কেজি আলু ৫০০ গ্রাম ডাল এবং ৫০০ গ্রাম তেল ও একটি সাবান বিতরণ করা হয়।

জেলা প্রশাসন, খুলনার তত্ত্বাবধানে আজ খুলনা রেলওয়ে স্টেশনে করোনায় কর্মহীন সাড়ে চারশ’র অধিক শ্রমজীবী ও প্রতিবন্ধী মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা বিতরণ করা হয়। খুলনা জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতিসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




error: Content is protected !!