করোনা প্রতিরোধ কমিটির কার্যক্রম আরো জোরদার করার জন্য জরুরী সভার আয়োজন, এবং১টি মামলায় ১জনকে ১৫০০টাকা জরিমানা।
মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি
ভেড়ামারা পৌরসভার করোনা প্রতিরোধ কমিটির কার্যক্রম অধিক কার্যকর জন্য আজ ভেড়ামারা পৌরসভা কার্যালয়ে জরুরী সভার আয়োজন করা হয়।উক্ত সভায় উপজেলা চেয়ারম্যান মহোদয়, মেয়র মহোদয়, কাউন্সিলরগণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।তাছাড়া, উপজেলার ভেড়ামারা বাজার, সাতবাড়ীয়া, ক্ষেমিরদিয়াড়, সমিতির মোড়, মওলা হাবাসপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ১ টি মামলায় ১ জনকে ১৫০০/- টাকা অর্থদন্ড এবং অপর ১ জন মোঃ শরিফুল ইসলাম, পিং মৃত আব্দুল আজিজ, সাং মওলাহাবাপু, ভেড়ামারা, কুষ্টিয়াকে সেবনের উদ্দেশ্যে গাঁজা সংরক্ষণের অপরাধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’ মোতাবেক ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০/- টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব দীনেশ সরকার।