সিরাজদিখানে জমে উঠেছে কোরবানীর অস্হায়ী পশুরহাট মাষ্টার আবদুর রহমান একাডেমী মাঠে।

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২১

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

আর মাত্র ২ দিন বাকি ঈদুল আজহা – কোরবানীর ঈদ। এরই মধ্যে জমে উঠেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী (মাষ্টার আবদুর রহমান একাডেমী মাঠে) অস্হায়ী নবম পশুরহাট। পশুরহাটটি সরকারি নির্দেশনা মেনে চলছে। এবার এখানে দেশের বিভিন্ন জেলা থেকে ভালো মানের কোরবানীর পশু এ হাটে বিক্রির জন্য এসেছে। কালো, সাদাসহ বিভিন্ন রং এর বাহারি গরু ও ছাগল রয়েছে এ পশুরহাটে। এখানে দুর দুরান্ত বিভিন্ন এলাকা থেকে আসা উন্নত জাতের গরু রয়েছে।

সরেজমিনে দেখা গেছে মধ্যপাড়া পশুর হাটে বিভিন্ন রংগের গরু, ছাগল রয়েছে। পশুর বেপারীরা খাওয়াচ্ছে ভাল মানের খাবার পশুগুলোকে। আবার কেউ রং বা কালার দেখে দাম নিয়ে কথা বলছেন বেপারীদের সাথে।

এক কৃষক (৩৫) বলেন, এ হাটে এর আগেও এসেছেন তিনি। এবার ৭ টি গরু নিয়ে এসেছেন। ২ টি ইন্ডিয়ান জাতের গরু, ২ টি দেশীয় জাতের গাভী ও ৩ টি ষাঁড় গরু রয়েছে। হাট এখনো ভালো করে জমে উঠেনি। আশা করছেন রবিবার থেকে জমবে। তার কাছে ১ লাখ ৩০ হাজার থেকে ৩ লাখ টাকা দামের পশু রয়েছে।

এদিকে আরেক জন বেপারী(৫৫) বলেন, এবার আমি এখানে প্রথম আসলাম। ১৭ টি ষাঁড় গরু নিয়ে এসেছি। এর মধ্যে ২ টি গাভী রয়েছে বাদবাকি সবগুলো ষাঁড় গরু। সবই দেশীয় জাতের গরু । আরও বলেন এ জেলার, এ হাট টি অনেক শুনাম শুনেছি। তাই আসলাম এ হাটে। সবাই দেখছেন আবার কেউ দামও বলছেন।

সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ শামীম হাওলাদার বলেন, একটি পছন্দের গরু কিনবো কোরবানীর জন্য। দেখছি দুইটি গরু পছন্দ হয়েছে। দাম নিয়ে কথা বলছি। তবে এবার একটু দাম বেশী মনে হয় গরু। হাটে স্বাস্থ্যবিধির সুরক্ষা সবকিছু সুন্দরভাবে পরিচালনা করায় আমি মুগ্ধ হয়েছি।

মাষ্টার আবদুর রহমান একাডেমীর সভাপতি ও হাট কমিটির আয়োজক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হোসেন মৃধা বলেন এই করোনা মহামারীতে সরকারের বেঁধে দেওয়া বিধিনিষেধ মেনে আমরা হাট পরিচালনা করছি আমাদের ঐতিহ্যবাহী পশুর হাঁট টি হওয়াতে এলাকার জনগন খুশী ,হ্যানড সেনেটারী, মাক্স, তাপমাত্রা মিটার সহ সাস্থবিধি মেনে , হাঁটে আসা ক্রেতাদের মাইকিং এর মাধ্যমে দুরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য অনুরোধ জানাচ্ছি।

ইজারাদার মোঃ আওলাদ হোসেন মৃধা জানান, উপজেলার মধ্যপাড়া আবদুর রহমান একাডেমী একটি ঐতিহ্যবাহী অস্হায়ী পশুর হাট। এখানে স্বাস্থ্য বিধি মেনে পরিচালিত হচ্ছে। এখানে বেপারিদের খাওয়া দাওয়া ও থাকার ব্যবস্হা রয়েছে। এবং সরকারি নির্দেশনা মেনে পরিচালনা করছি।মোটামুটি বিক্রি শুরু হয়েছে। আশা করি হাটটি জমবে। পশুর ডাক্তার ও রয়েছে।




error: Content is protected !!