মোংলায় অসহায় পরিবারের হাতে ঈদ উপহার দিলেন ফুডব্যাংকিং বাগেরহাট কল্যাণ সংস্থা

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২১
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মোংলা উপজেলায় করোনার কারণে কর্মহীন এবং হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “ফুডব্যাংকিং বাগেরহাট কল্যাণ সংস্থা”।
মঙ্গলবার (২০শে জুলাই) উপজেলার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে অসহায় ও দূস্থ পরিবারের মাঝে এ ঈদ উপহার তুলে দেন।
“ফুড ব্যাংকিং বাগেরহাট কল্যাণ সংস্থা”সংগঠনের ঈদ উপহার এর মধ্যে ছিল
সাদা সেমাই, লাচ্চা-সেমাই, চিনি, মিনি গুড়ো দুধের প্যাকেট,বাদাম,কিচমিচ।অসহায় এক বৃদ্ধের ঔষুধও কিনে দেন সংগঠনের প্রধান আহবায়ক মোঃ মিরাজুল ইসলাম।
স্বেচ্ছাসেবী সংগঠন “ফুডব্যাংকিং বাগেরহাট কল্যাণ সংস্থা”এর ঈদ উপহার পেয়ে খুশি পরিবারগুলি।
তারা বলেন,অনেকই তো আমাদের মত গরীব মানুষদের সাহায্য করে। সেই সাহায্য নেবার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা লাগে। কিন্তু আজকে “ফুডব্যাংকিং বাগেরহাট কল্যাণ সংস্থা” এর ছেলেরা এসে মেলাগুলা উপহার দিয়া গেল।উপহারগুলা পেয়ে ভালো লাগলো। ঈদেতো আর কিছু কেনা লাগবেনা।
স্বেচ্ছাসেবী সংগঠন “ফুড ব্যাংকিং বাগেরহাট কল্যাণ সংস্থা ” এর প্রধান আহবায়ক মোঃ মিরাজুল ইসলাম বলেন, মাত্র ৭ মাস আগে আমরা কিছু উদ্যমী মানুষের সমন্বয়ে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি গড়ে তোলা হয়। মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোঁটানোই এ সংগঠনের মূল উদ্দেশ্য। আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সবাই সহযোগিতা করলে আমরা আরও মানুষকে সহযোগিতা করতে পারবো। তবে চেষ্টা করে যাচ্ছি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আগামীতেও আমাদের এমন কার্যক্রম অব্যহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের সংবাদ এর মোংলা প্রতিনিধি মোঃআলী আজিম, দৈনিক অপরাধ এর বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃমাসুদ পারভেজ, সংগঠনের প্রধান আহবায়ক মোঃমিরাজুল ইসলাম,  সদস্য মোঃআল-আমিন সহ  স্বেচ্ছাসেবী সংগঠন “ফুড ব্যাংকিং বাগেরহাট কল্যাণ সংস্থা” এর সকল সদস্যবৃন্দ।



error: Content is protected !!