পদ্মা সেতুর ১৭ নং পিলারে ফেরীর ধাক্কা আহত 20 ফেরীর মাস্টার বরখাস্ত
হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পদ্মা সেতুর ১৭নং পিলারে ধাক্কা লেগে একটি ফেরির ২০ জন আহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পদ্মা সেতুর ১৭নং পিলারে ফেরি শাহ জালালের ধাক্কা লেগে এ দুর্ঘটনার কবলে পরে ফেরিটি।
এসময় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে থাকা কিছু যাত্রী আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ফেরি নিয়ন্ত্রণে আসায় এবং বড় সমস্যা না হওয়ায় চালক শেষ পর্যন্ত শিমুলিয়া ঘাটে ফেরি নোঙর করতে সক্ষম হয়।
ফেরির চালক আব্দুর রহিম জানান, ফেরির বৈদ্যুতিক ব্যবস্থা ফেইল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিটি পিলারে গিয়ে ধাক্কা লাগে।
পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়া ফেরি ‘শাহজালাল’-এর ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) তাকে বরখাস্ত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) থেকে আদেশ জারি করা হয়েছে