হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৃহবধূকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামে হালিমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে কিল ঘুশি মেরে নির্মমভাবে মারধর করে হত্যার চেষ্টা করায় স্বামী মুরাদ শেখ (৪০) কে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ ।
স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন যাবত হালিমাকে মারধর করে আসছে হেলাল শেখের ছেলে মুরাদ। ইতিপূর্বে বেশ কয়েক বার পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করেছেন হালিমার স্বামী মুরাদ।গত শনিবার ও স্থানিয় মেম্বার বিচার করেছে কিন্তু নেশা খোর কসাই মুরাদ থামেনি। গতকাল সকালে প্রতিদিনের মত মারধর করা শুরু করলে স্থানিয় মহিলারা বাধা দিলে তাদের কে চাপাতি নিয়ে তেরে আসে।
প্রতিবেশি খাদিজা তার মোবাইলে মারধরের ভিডিও ধারন করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে সকলে জানতে পারে। স্থানিয় মেম্বারসহ লোকজন গিয়ে হালিমাকে উদ্ধার করে এবং ৯৯৯ এ ফোন দেয়।
ভিডিও ধারন কারি খাদিজা জানান, মুরাদ হাতে চাপাতি নিয়ে মার ধর করে এবং কেও ধরতে আসলে তাকে চাপাতি নিয়ে তেরে আসে।
মালখানগর ইউ পি সদস্য মো. আবু সাঈদ জানান, আমি ঘটনা শোনতে পেরে ঘটনা স্থালে আসি। এসে দেখি মুরাদ হালিমার পেটে, পিঠে, মুখে কিল ঘুষি মারছে। আমি তাকে উদ্ধার করি এবং মুরাদ কে আটকে রেখে পুলিশ কে খবর দেই।
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের মুন্সীগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান এএন হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, আমরা যেখানে মানবঅধিকার হরন হয় সেখানে আমরা তাদের পাসে দারাই। আমরা হালিমার চিকিৎসার কথা বলেছি তার ভাই বলেছে তারা চিকিৎসা করবে। যদি তার উন্নত চিকিৎসার প্রয়োজন হয় আমি সহায়তা করবো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু হয়েছে। বিয়ের পর থেকেই স্ত্রীকে মারধর করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।