রাজবাড়ীতে সুশৃংখল ভাবে শেষ হলো পরীক্ষামূলক গণটিকা প্রদান

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১

মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ
গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারের পরীক্ষামূলক গণটিকা প্রদান কার্যক্রমে টিকা নিতে শতশত মানুষ উপস্থিত হয়েছেন কেন্দ্রগুলোতে। নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রগুলোতে নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা গেছে।শনিবার (৭ আগস্ট) রাজবাড়ীর প্রতিটি ইউনিয়ন ভিত্তিক টিকা কেন্দ্রে সকাল ৯ টা থেকে টিকা প্রদান শুরু হয়। সরেজমিন গিয়ে দেখা যায়,পাংশা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৈরি আবহাওয়া উপেক্ষা করে টিকাদান কেন্দ্রে কয়েক শত নারী-পুরুষ উপস্থিত হয়েছে। যারা আগের থেকে রেজিস্ট্রেশন করেননি তারা ভোটার আইডি কার্ড নিয়ে সিরিয়ালে অপেক্ষা করছে। পাংশা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রেজিস্ট্রশনসহ সমস্ত কার্যক্রম সকাল ৯টা থেকেই শুরু করেছেন।এদিকে মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যার মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসান আলী।টিকা নিতে আসা বৃদ্ধা রজব(৯০) বলেন, রাত থেকেই বৃষ্টি পড়ছে। তারপরেও টিকা নিতে এসেছি। সরকার করোনার টিকা ফ্রি দিচ্ছেন। এটা আমাদের সৌভাগ্য। আর আমরা নিবো না এটা তো হয় না।
পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ বলেন, বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। করোনার হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য সরকার বিনামূল্যে করোনার টিকা দিচ্ছেন এটা সরকারের বড় সফলতা।পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসনাত আল মতিন বলেন, সরকারের গণটিকা কার্যক্রম বাস্তবায়ন করতে বালিয়াকান্দি স্বাস্থ্য বিভাগ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।




error: Content is protected !!