চিরিরবন্দরে আইসোলেশনে করোনা রোগীর মৃত্যু

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দরে করোনাভাইরাসে আক্রান্ত কমল চন্দ্র ওরফে নবাব (২৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।

রবিবার (৭ই জুন) রাত ৭টা ৪০ মিনিটে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক।

মৃত নবাবের বয়স ২৯ বছর। তার বাড়ি উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি গ্রামে। সে বিন্যাকুড়ি গ্রামের ভ্রম্য দাসের পূত্র বলে জানাগছে।

ডা. আজমল হক বলেন, গত ২৯শে মে কমলের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। আক্রান্ত ওই ব্যাক্তি নমুনা পরিক্ষার দুদিন আগে করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে বাড়ি এসেছিলেন।

তিনি বলেন, ওই ব্যক্তি দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৯ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। গত ২৯ মে বিকেলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালের করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে রাতে তার করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে।




error: Content is protected !!