কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত।

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

হাটহাজারী প্রতিনিধি★
সারাদেশের ন্যায় ১৫ আগস্ট হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকীতে স্বাস্হ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালিত হয়। ১৫ আগস্ট রবিবার পালিত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। বিদ্যালয়ের নবরূপে সজ্জিত আবদুল ওয়াদুদ সেরেস্তাদার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রতিস্ঠাতার দৌহিত্র জিয়াউল কুদ্দুস,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম ও অরুণ কুমার দে’র যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক এস এম জুলফিকার, অতিথি ছিলেন প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন,পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ সফিউল আজম চৌধুরী, সাবেক অভিভাবক প্রতিনিধি নুরুল আলম চৌধুরী, সমাজসেবী সেলিম উদ্দীন, শিক্ষকবৃন্দের মধ্যে মৌলানা নুরুল আবছার শরীফ, ইমরানুল হক,ইমরান হোসাইন শিক্ষার্থীদের মধ্যে আইনুল ইসলাম।আলোচনা সভা শেষে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কবিতা,রচনা ও চিত্রাঙ্কন, হামদ নাত ও বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পূর্বাহ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫’ এর ১৫ আগস্টে সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং হাধুরখীল মোহাম্মদ জামান চৌধুরী বাড়ী নিবাসী মরহুম আলহাজ্ব আহমদ হোসেন চৌধুরী,মরহুমা রশিদা খাতুন,মরহুমা রোকেয়া বেগম চৌধুরী, মরহুম আলহাজ্ব বাদশা আলম চৌধুরী, মরহুম আলহাজ্ব মাষ্টার মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, মরহুম নুরুল আবছার চৌধুরী ও মরহুমা খুরশিদা বেগম চৌধুরী’র মাগফেরাত কামনায় বিদ্যালয় এবাদতখানায় খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




error: Content is protected !!