শায়েস্তাগঞ্জের নছরতপুরে সিএনজি-ট্রাক সংঘর্ষে প্রাণ কোম্পানীর ৬ শ্রমিক নিহত

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

অপরাধ ডেস্কঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিক্সার ৬ যাত্রী নিহত হয়েছেন। নিহত সবাই “হবিগঞ্জ ইনট্রাষ্ট্রিয়াল পার্ক, প্রাণ আর এফ এলের শ্রমিক তারা ডিউটি করার জন্য কোম্পানীতে ঐ সি এন জি যোগে যাচ্ছিল। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।

সোমবার সকাল (৭.৩০) সারে সাত টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নচরতপুর পাওয়ার প্ল্যান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন, সি এন জি চালক আঃ আহাদ মিয়া(৩০), পিতা আবু মিয়া, সি এন জি চালকের স্ত্রী- মোছাম্মৎ হনুফা(২৪), স্বামী, আঃ আহাদ, মোঃ সোহাগ(২৮) পিতা, আব্দোল্লা মিয়া, মোঃ স্বপন মিয়া (২৬) মোঃ সফর আলী, সর্ব সাং ফান্ডাইল,

মোছাম্মৎ রাহেলা বেগম (৩০), স্বামীঃ আকবর আলী, সাং, শ্রীবাউর,

মোঃ আলাউদ্দিন (১৮), পিতা, আনফর উল্লা, সাং, বরমপুর

মোছাম্মৎ রাবেয়া বেগম (২৮), সামী,,অজ্ঞাত
সাং, ছাদেকপুর, থানা চুনারুঘাট, হবিগঞ্জ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পণ্যবাহী ট্রাকটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের নচরতপুর পাওয়ার প্ল্যান্টের সামনে শায়েস্তাগঞ্জ গামী অটোরিক্সা কে চাপা দেয় ঘাতক ট্রাকটি।

এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক ও তার স্ত্রীসহ ছয় যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. কবীর হোসেন জানান, নিহত ছয়জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




error: Content is protected !!